Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস

নবাবগঞ্জ দিনাজপুর ।

 

  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কমচারদের ON LINE MOP সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র অগ্রায়ন
  • সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা।
  • আইসিটি লানিং সেন্টার ( LLC-ল্যাব), শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও মাল্টিমিডিড়া ক্লাসরুম মনিটরিং করা।
  • জাতীয় শিক্ষা সপ্তাহ পালন।
  • কৃতিভিত্তিক ব্যবস্থাপনা (performance Based Management-PBM) বাস্তবায়ন।
  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সুপারভিষন (মাধ্যমিক পর্যায়ে), প্রশাসনিক তত্ত্বাবধান এবং পরিদর্শন।
  • শিক্ষার গুণগতমান উন্ননের প্রয়োজনীয় দিক নিদের্শনা ও মনিটরিং ।
  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি নবায়নের জন্য পরিদর্শন।
  • উধ্বতন কর্তৃক নির্দেশ মোতাবেক বিভিন্ন প্রশিক্ষণের জন্য তালিকা সরবরাহ, তথ্য প্রেরণ ও প্রশিক্ষণের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান।
  • মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান  (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও দাখিল মাদরাসা) এর নিয়োগ কমিটি সদস্য হিসেবে দায়িত্ব পালন।
  • সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত গভার্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বহী অফিসারের নির্দেশে দায়িত্ব পালন।
  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে তদন্তকরণ সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন প্রেরণ।
  • মাধ্যমিক পর্যায়ে শাখা খোলার বিষয়ে পরিদর্শন পূর্ব তথ্য প্রেরণ।
  • শিক্ষকের জবার দিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে মাসিক পে-অর্ডার উত্তোলনের পূর্বে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক শিক্ষক উপস্থিতিতে প্রতিস্বাক্ষরকরণ।
  • বাংলাদেশ জাতীয় স্কল.মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির খেলাধুলা স্কাউট কার্যক্রমে উপজেলা পর্যালে প্রয়োজনীয় নির্দেশনা  ও সহায়তা প্রদান।
  • শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হাল নাগাদকরণ ও উধতন কর্তৃপক্ষের নিকট সময়মত তথ্য প্রেরণ।
  • সকল পাবলিক পরীক্ষা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন।
  • স্কুল (6ষ্ঠ-9ম), মাদরাসা (1ম-9ম) ও ভোকেশনাল (9ম-10ম) স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক গ্রহণ ও প্রতিষ্ঠান পর্যায়ে বিতরণের দায়িত্ব পালন।
  • মাধ্যমিক পর্যায়ে ও উচ্চ মাধ্যমিক পর্যাযে উপবৃত্তি সংক্রান্ত তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, কাযক্রম তদারকি ও উপবৃত্তি বিতরণের দায়িত্ব পালন।
  • মাদকবিরোধী কাযক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার্থীর ঝরে পড়ার হার কমানো, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম ।
  •  
  • জেলা শিক্ষা অফিসারের নির্দেশনায় শ্রেণি পাঠদান ও শিক্ষার গুনগতমান বৃদ্ধির জন্য বাৎসরিক সিডিউল অনুসারে বিষয় ভিত্তিক ক্লাস্টার ক্লাস পরিচালনা।

 

  • এছাড়া মন্ত্রণালয়, অধিদপ্তর, প্রকল্প পরিচালক (উচ্চ মাধ্যমিক), প্রকল্প পরিচালক (মাধ্যমিক), ব্যানবেইস, প্রকল্প পরিচালক (সেসিপ), জেলা প্রশাসক, উপ-পরিচালক, শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফসারের কার্যালয়ের নির্দেশ মোতাবেক অর্পিত দায়িত্ব পালন।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, নবাবগঞ্জ দিনাজপুর ।